19 July 2020

এবাদুল হক

এবাদুল হক
অনুভবের আগুন 

দিনশেষে যদি দ্যাখো স্বপ্নের ভেতর রক্তপাত 
চিলেকোঠায় সূর্য অস্ত গেল অথচ রাত্রির মুখ ঢাকা 
তাহলে নিশ্চিত জেনো তোমাকে খুঁজছে কেউ 
অথবা প্রতীক্ষারত তুমি, বসে আছো স্মৃতির জঙ্গলে 
ক্রমশ তোমার মধ্যে জন্ম নিচ্ছে, ফিরে আসছে অনুভবে 
স্পর্শের গভীর থেকে উঠে আসছে আরেক মানুষ।

যদিও অন্ধকারে পা রাখার জায়গা খুঁজে-খুঁজে 
পায়ের কথাই ভুলে গেছ, ভুলে গেছ ক্লান্তি ও হতাশা 
রাত্রির সঙ্গমরত নদী ঢেলে দিচ্ছে বিষজল 
চতুর্দিকে সময়ের ভুক্তাবশেষ, মাকড়সার মতো মৃত্যুসুখ।

দিনশেষে যদি দ্যাখো করোটির ভেতর সূর্য ডুবছে 
অদৃশ্য শিশির-হিমে নিভে যাচ্ছে চিরব্রতী আগুন 
প্রার্থনা করো, বুকে যে সামান্য তাপ ছিল 
প্রলয় চিৎকারেও তার কোনো গান বন্ধ থাকেনি।

No comments:

Post a comment